সুবহানাল্লহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা---ইলাহা ইললাল্লহু ওয়াল্লহু আকবার
Slider 01 Slider 02 Slider 03 Slider 04 Slider 05
This is an example of a HTML caption with a link.
খাদেম:


মোঃ সিরাজুল ইসলাম

 

মাদ্রাসা পরিচতি
মাদ্রাসাটির উন্নয়নে সকলের নিকট পরিদর্শন, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য:

সমস্ত প্রশংসা আল্লাহ্ তায়ালার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক, করুনাময় ও দয়ালু। অগণিত দরূদ ও ছালাম তাঁর জন্য যিনি বিশ্ব জগতের রহমত স্বরুপ, সর্ব শেষ ও সর্ব শ্রেষ্ঠ নবী। আল্লাহ্ তায়ালা দয়া করে আমাদেরকে তাঁর সর্ব শ্রেষ্ঠ নবীর সর্ব শ্রেষ্ঠ উম্মাতের মধ্যে শামিল করেছেন এবং তাঁর সর্ব শ্রেষ্ঠ নবীর মাধ্যমে আমাদের ইহলৌকিক ও পারলৌকিক উভয় প্রকার কল্যাণের জন্য দিক নির্দেশনা স্বরূপ সর্ব শ্রেষ্ঠ কিতাব আল-কোরআন দান করেছেন। তাই কোরআন শিক্ষা করা এবং কোরআনের নির্দেশিত পথে চলা এবং তার প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। দায়িত্ব সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত আছে, সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর (কিয়ামতের দিন) তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই ছেলে-মেয়েদেরকে পবিত্র কোরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার কোন বিকল্প নেই। ছেলে-মেয়েদেরকে পবিত্র কোরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মও ইসলামী চেতনায় নৈতিকবান ও আদর্শবান পরিবেশে গড়ে উঠবে এবং পরকালে জান্নাতের পথ সুগম হবে। তাই দ্বীন শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত হয়েছে দেশের সর্বত্র অনেক পুরুষ ও মহিলা মাদ্রাসা। সেই সূত্র ধরেই বালক ও বালিকাদের জন্য সম্পূর্ণ আলাদা-আলাদা আবাসিক ও অনাবাসিক সুবিধা প্রদানের নিমিত্তে আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সাহেব তাঁর নিজস্ব জমি দান করে ১৩ই জিলক্বদ ১৪৩৪ হিঃ / ২০শে সেপ্টেম্বর ২০১৩ইং / ৫ই আশ্বিন ১৪২০ বাং রোজ  শুক্রবার মাদ্রাসার ঘর নির্মাণ কাজ শুরু করেন। মাদ্রাসাটিতে ০১লা আগষ্ট ২০১৪ইং তারিখে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয় এবং ১৫ই আগষ্ট ২০১৪ইং তারিখ হতে পাঠদান শুরু হয় এবং পরবর্তীতে বেফাকভূক্ত হয়ে দ্বীনি তা'লীম প্রদান করা হচ্ছে। বর্তমানে মাদ্রাসাটিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৫০ জন প্রায়। মহিলা শাখা মক্তব হতে মেশকাত জামাত পর্যন্ত এবং পুরুষ শাখা নূরানী, মক্তব এবং হিফজ পর্যন্ত।

মাদ্রাসার তথ্য:

ঠিকানাঃ গ্রামঃ মাঝগাঁথী, ডাকঘরঃ লালোর,
উপজেলাঃ সিংড়া, জেলাঃ নাটোর।

বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) কর্তৃক নিবন্ধন নং

পুরুষ শাখাঃ ৭/২৫৮৫

মহিলা শাখাঃ ম-২/২১৪১

 

মাদ্রাসার ফান্ড সমূহ:

১। সাধারণ ফান্ড

২। লিল্লাহ ফান্ড

৩। মসজিদ ফান্ড

৪। কোরআন ফান্ড

৫। লাইব্রেরী কিতাব ফান্ড

 

ক্বাসিমিয়া দারুল উলুম মাদ্রাসা,

সঞ্চয়ী হিসাব নং-০১০০২১৩৬৭৯১৬৮,

জনতা ব্যাংক লিঃ,

হাতিয়ান্দহ বাজার শাখা,

সিংড়া, নাটোর।

ফ্রি কোরআন বিতরণ

Image 01 অত্র মাদ্রাসায় কোরআন শিক্ষা করলে তাকে বিনা মূল্যে কোরআন প্রদান করা হয়।

কম্পিউটার ল্যাব

Image 02 এই কম্পিউটার ল্যাবে হাফেজ ছাত্রদের ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয় এবং অত্র এলাকার যুবকদের নির্দিষ্ট ফি এর বিনিময়ে ৬মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তৃতা অনুশীলন

Image 03 অত্র মাদ্রাসার ছাত্রদের নিয়মিত বক্তৃতা অনুশীলন করানো হয়।

সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

Image 04 সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের ইসলামিক বই পুরস্কার প্রদান করা হয়।
প্রয়োজনীয় ওয়েব সাইটের ঠিকানা