মাদ্রাসাটির উন্নয়নে সকলের নিকট পরিদর্শন, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য:
সমস্ত প্রশংসা আল্লাহ্ তায়ালার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক, করুনাময় ও দয়ালু। অগণিত দরূদ ও ছালাম তাঁর জন্য যিনি বিশ্ব জগতের রহমত স্বরুপ, সর্ব শেষ ও সর্ব শ্রেষ্ঠ নবী। আল্লাহ্ তায়ালা দয়া করে আমাদেরকে তাঁর সর্ব শ্রেষ্ঠ নবীর সর্ব শ্রেষ্ঠ উম্মাতের মধ্যে শামিল করেছেন এবং তাঁর সর্ব শ্রেষ্ঠ নবীর মাধ্যমে আমাদের ইহলৌকিক ও পারলৌকিক উভয় প্রকার কল্যাণের জন্য দিক নির্দেশনা স্বরূপ সর্ব শ্রেষ্ঠ কিতাব আল-কোরআন দান করেছেন। তাই কোরআন শিক্ষা করা এবং কোরআনের নির্দেশিত পথে চলা এবং তার প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। দায়িত্ব সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত আছে, সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর (কিয়ামতের দিন) তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই ছেলে-মেয়েদেরকে পবিত্র কোরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার কোন বিকল্প নেই। ছেলে-মেয়েদেরকে পবিত্র কোরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মও ইসলামী চেতনায় নৈতিকবান ও আদর্শবান পরিবেশে গড়ে উঠবে এবং পরকালে জান্নাতের পথ সুগম হবে। তাই দ্বীন শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত হয়েছে দেশের সর্বত্র অনেক পুরুষ ও মহিলা মাদ্রাসা। সেই সূত্র ধরেই বালক ও বালিকাদের জন্য সম্পূর্ণ আলাদা-আলাদা আবাসিক ও অনাবাসিক সুবিধা প্রদানের নিমিত্তে আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সাহেব তাঁর নিজস্ব জমি দান করে ১৩ই জিলক্বদ ১৪৩৪ হিঃ / ২০শে সেপ্টেম্বর ২০১৩ইং / ৫ই আশ্বিন ১৪২০ বাং রোজ শুক্রবার মাদ্রাসার ঘর নির্মাণ কাজ শুরু করেন। মাদ্রাসাটিতে ০১লা আগষ্ট ২০১৪ইং তারিখে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয় এবং ১৫ই আগষ্ট ২০১৪ইং তারিখ হতে পাঠদান শুরু হয় এবং পরবর্তীতে বেফাকভূক্ত হয়ে দ্বীনি তা'লীম প্রদান করা হচ্ছে। বর্তমানে মাদ্রাসাটিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৫০ জন প্রায়। মহিলা শাখা মক্তব হতে মেশকাত জামাত পর্যন্ত এবং পুরুষ শাখা নূরানী, মক্তব এবং হিফজ পর্যন্ত।